স্টাফ রিপোর্টার: বগুড়ায় অর্ধ গলিত অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বগুড়া শহরতলীর গোদারপাড়া এলাকায় একটি ড্রেন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নাইম বাবু (১৭) পেশায় ইজি বাইক চালক ছিলেন। সে বগুড়া শহরের দক্ষিণ ফুলবাড়ি মহল্লার রুহুল আমিনের ছেলে।
জানা যায়, এরুলিয়া ইউনিয়নের গোদারপাড়া এলাকায় কামাল মেটাল ইন্ডাস্ট্রিজের পাশ দিয়ে কাঁচা ড্রেন থেকে দুর্গন্ধ পেয়ে ওই পথে যাতায়াতকারী লোকজন ড্রেনের মধ্যে উপুর হয়ে পড়ে থাকা মৃতদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
গত রবিবার (৯ মে) রাত সাড়ে ৯ টার দিকে নাইম বাবু ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ১০ মে নাইম বাবুর বাবা রুহুল আমিন বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেন ( জিডি নং-৫১৪)।
Leave a Reply