শনিবার বগুড়ার নামাজগড় স্বদেশ হাসপাতালে তালু কাঁটা ঠোঁট কাটা রোগীদের বিনা মুল্যে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন জার্মানীর ডিসিকেএইচ’র সিনিয়র সার্জন ডা. উনরিখে লামলে।
এ সময় উপস্থিত ছিলেন ক্লেফট বাংলাদেশের সার্জন ডা. মোহাম্মাদ কামরুজ্জামান,ডা. জিয়াউল হক মাসুম,ডা. হাসিনা আকতার, ক্লেফট বাংলাদেশের সাবেক কান্ট্রি ম্যানেজার ও এ্যাডভাইজার মো: মইনুল ইসলাম, কান্ট্রি ম্যানেজার আবু সফওয়ান মো: বাকী,স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাসেদ।
শনিবার বিনামুল্যে ২৫ জন রোগীকে অপারেশন ও ঔষধ প্রদান করা হয়। পরিদর্শনে জার্মান চিকিৎসক রোগীদের সাথে কথা বলেন এবং ভাল চিকিৎসা প্রদানের প্রশংসা করেন। খবর বিজ্ঞপ্তির
Leave a Reply