Menu

বগুড়া বিআরটিএ চত্বরে দুদকের অভিযানে ৪ দালাল আটক


সাতমাথা অনলাইন: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিস চত্বরে দালাল বিরোধী অভিযান চালিয়েছে দুদক।এসময় সেখান থেকে চারজন দালালকে আটক করে দুদক সদস্যরা। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক চারজনকে এক মাস করে কারাদন্ড প্রদান করেন। মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়।

দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান জানান, বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স ছাড়াও বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো কাজ করতে গেলে দালালদের মাধ্যম ছাড়া হয় না। এধরনের অভিযোগের ভিত্তিতে দুদক কর্মকর্তারা সেখানে অভিযান চালায়। এসময় আটক করা হয় একরামুল হক ডাবলু, আব্দুল মজিদ, মাহমুদুর রহমান ও বিল্লাল হোসেন নামে চার দালালকে। আটককৃতরা দীর্ঘদিন ধরে বিআরটিএ বগুড়া সার্কেল অফিসে দালালী করে আসছিলেন।

দুপুরের পর আটকৃত চার জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলি মণ্ডল আটককৃত প্রত্যেককে একমাসকরে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে বগুড়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

No comments

Leave a Reply

12 − ten =

সম্পাদকীয়

    উপ-সস্পাদকীয়

    সংবাদ আর্কাইভ

    সংবাদ