সাতমাথা ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে ঐক্যফ্রন্ট প্রার্থী ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নে গণসংযোগকালে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এতে প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন ও তার গাড়ি চালক আহত হয়েছেন।
ঐক্যফ্রন্ট প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, মুক্তিযুদ্ধের রণাঙ্গণের বীর প্রতীক প্রতি বছর আসবে না। সর্ব অবস্থায় আমি শান্তি চাই, এবার কোন প্রতিহিংসা যেন কোথাও না হয়, সকলের প্রতি সেই আহ্বান রাখছি।
Leave a Reply