সাতমাথা অনলাইন ডেস্ক: ভারতের কলকাতায় পিটিয়ে ১৬টি কুকুরছানা হত্যার ঘটনায় দুই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই দুই তরুণী কলকাতার সরকারি এনআরএস হাসপাতালের মেডিকেল ছাত্রী বলে জানা যায়। আটক দুই তরুণী হলেন মৌটুসী মণ্ডল ও সোমা বর্মন। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।তারা দুজন এনআরএস হাসপাতালের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাদের শনাক্ত করে পুলিশ। এর আগে সোমবার এনআরএস হাসপাতাল থেকে ১৬টি মৃত কুকুর ছানা উদ্ধার করা হয়। কুকুর ছানাগুলোকে পিটিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে কুকুরছানা হত্যায় সন্দেহভাজনদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকালে কলকাতার এন্ট্রালি থানার সামনে বিক্ষোভে অংশ নেন টলিউডের বেশ কয়েকজন তারকা। অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও তথাগত মুখোপাধ্যায় সবার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বিক্ষোভ করেছেন।
Leave a Reply