Menu

এপেক্স ক্লাব অব বগুড়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মানুষ মানুষের জন্য, সেই দায়বদ্ধতা থেকে ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে এপেক্স ক্লাব অব বগুড়ার উদ্যোগে বুধবার রাত ১২টায় শহরের স্টেশন রোডে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এপেক্স ক্লাব অব বগুড়ার সভাপতি এপে. এ্যাড. মো. গোলাম মোস্তফা জিয়নের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এপে. মো. আব্দুল ওয়াদুদ, আইপিপি এপে. মো. শফিকুল ইসলাম, সেক্রেটারী এন্ড ডিএনই এপে. আহসান হাবিব সেলিম, সার্ভিস ডিরেক্টর এপে. নুরুল ইসলাম আকন্দ, এপে. এ্যাড. ফেরদৌসী আক্তার রুনা, এপে. সাইফুল ইসলাম, এপে. নাসিমুল হক প্রমুখ। উল্লেখ্য, ভাসমান শীতার্তদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

No comments

Leave a Reply

17 + 8 =

সম্পাদকীয়

    উপ-সস্পাদকীয়

    সংবাদ আর্কাইভ

    সংবাদ