Menu

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় তামিল সঙ্গীত পরিচালক

সাতমাথা অনলাইন ডেস্ক: ভারতের দক্ষিণী চলচ্চিত্র যারা দেখেন বা সে বিষয়ে ঝোঁক রয়েছে তারা কুরালারাসানকে এক নামে চেনেন। তিনি তামিল সিনেমার অভিনেতা ও সঙ্গীত পরিচালক। তার বাবা টি রাজেনদারও একজন পেশাদার অভিনেতা। বাবার হাত ধরেই চলচ্চিত্রে হাতেখড়ি হয় কুরালারাসানের। বাবা টি রাজেনদার অভিনীত সিনেমায় শিশু চরিত্রে অভিনয় করতেন তিনি । পাশাপাশি গানেও ভালো দখল ছিল কুরালারাসানের। সম্প্রতি হঠাতই পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেছেন কুরালারাসান।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, কুরালারাসান চেন্নাইয়ের আন্না সালাই মসজিদে তার অভিভাবক বাবা থিসিংগু রাজেনদার ও মা উশা রাজেনদারের উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরালারাসানের ইসলাম গ্রহণের ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখেছে অনেক ভারতীয়।

তার তার এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। তার ভক্তরাও অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

No comments

Leave a Reply

3 × 3 =

সম্পাদকীয়

    উপ-সস্পাদকীয়

    সংবাদ আর্কাইভ

    সংবাদ