সাতমাথা অনলাইন: জাতিসংঘের সদস্যভুক্ত যুব সংগঠন আন্তর্জাতিক ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অরগানাইজেশনের (আইআইএফএসও) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দক্ষিণ এশিয়ার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বগুড়ার মোস্তফা ফয়সাল পারভেজ।
গত ৭ মার্চ তুরস্কের ইস্তান্বুলে আইআইএফএসও’র সম্মেলনে তিনি এ পদে নির্বাচিত হয়েছেন। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনের নির্বাহী সদস্য হিসেবে দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন।
এর আগে ১৯৮৫ সালে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের প্রথম বাংলাদেশী হিসেবে এই সংগঠনের সেক্রেটারী জেনারেল নির্বাচিত হয়েছিলেন।
আলোচিত ‘আতাতুর্ক থেকে এরদোগান: বদলে যাওয়া তুরস্কের ১০০ বছর’ বইয়ের প্রণেতা মোস্তফা ফয়সাল পারভেজ তুরস্কের আঙ্কারায় গাজী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক। বগুড়ার শাজাহানপুর উপজেলার কৃতি সন্তান পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
Leave a Reply